ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গলুরুতে ফের মুসলিম যুবককে ‘বাংলাদেশি’ সন্দেহে হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত যুবকের নাম দিলজান আনসারি। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং গত ১৫ বছর ধরে প্রতিবছর প্রায় ছয় মাসের জন্য মাঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতে আসেন।
ঘটনাটি ঘটে ১১ জানুয়ারি সন্ধ্যায় কাভুর থানার এলাকায়। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, চার জন অভিযুক্ত আনসারির পথ আটকায় এবং তাকে ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করে পরিচয়পত্র দেখাতে চাপ দেয়। আনসারি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলে ক্ষুব্ধ হয়ে ওঠে তারা এবং আনসারির কাছে থাকা কিছু জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে।
এই সময় এক স্থানীয় নারী এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত আনসারিকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি নিজের ঘরে ফিরে যান। যদিও শুরুতে পুলিশে অভিযোগ দাখিল হয়নি, স্থানীয় নেতারা বিষয়টি পুলিশের নজরে আনার পর তদন্ত শুরু হয়।
মাঙ্গলুরু পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি জানান, যাচাই-বাছাই করে নিশ্চিত করা হয়েছে যে দিলজান আনসারি ভারতীয় নাগরিক। হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—সাগর, দানুশ, লালু রাথিশ ও মোহন, যারা কুলুর এলাকার বাসিন্দা।
কমিশনার জানান, চার অভিযুক্ত বর্তমানে পলাতক। তাদের অতীত খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের নির্দেশে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র: দ্য হিন্দু
এসি//