জাতীয়

এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনও ধরনের গোজামিলেরনির্বাচন হবে না এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়  জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনবো; সরকারের যদি কোনও ব্যবস্থা নেওয়ার থাকে, নেবো।” 

তিনি বলেন,  নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অধিকাংশ ভোটকেন্দ্রকে দ্রুততম সময়ের মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। জানুয়ারির মধ্যেই এসব ক্যামেরা স্থাপনের কাজ শেষ হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের শরীরে বডি ক্যামেরাথাকবে, যা সরাসরি কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে। কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটামাত্রই যেন রেকর্ডকৃত ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

গণভোট নিয়ে তিনি আরও বলেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন এই প্রচারণা আইনসম্মত কি না। আমরা সবার সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে, এতে কোনও আইনি বাধা নেই। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের দায়িত্বই হলো সংস্কারের পক্ষে থাকা।

উপদেষ্টাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেনপরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ; গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান; জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা