আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রর্দশিত

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রর্দশিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশালে সর্ববৃহৎ বঙ্গবন্ধুর মানব লোগো প্রর্দশিত হলো।

মঙ্গলবার বিকেল ৪টায় বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে ৯ হাজার ৪০৮ জন মানুষ বঙ্গবন্ধুর লোগোটি ফুটিয়ে তুলতে অংশ নেন।

আয়োজকরা জানান, গত একমাস ধরে প্রস্তুতি নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে লোগোটি আজ প্রদর্শিত হলো। বঙ্গবন্ধুর মানব লোগোটি বিশ্বের সর্ববৃহৎ হিসেবে লোগো হিসেবে প্রর্দশন করা হয়েছে। ১৬ বর্গফুটের ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেম একসাথে সংযুক্ত করে ফুটিয়ে তোলা হয় এই লোগোটি।

বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, গত এক মাস ধরে প্রায় ১ হাজার শ্রমিক বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুত করে আসছে। আশা করছি গিনেস ওয়ার্ল্ড বুকে এটি স্থান করে নিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ আরও অনেকে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশালে | বঙ্গবন্ধুর | সর্ববৃহৎ | মানব | লোগো | প্রর্দশিত