আর্কাইভ থেকে অপরাধ

হেফাজতের শীর্ষ নেতারা কেন আসামি নয়, জানালেন আইজিপি

হেফাজতের শীর্ষ নেতারা কেন আসামি নয়, জানালেন আইজিপি

দেশের বিভন্ন স্থানে বিগত কয়েক দিন ধরে হেফাজতে ইসলামীর আন্দোলনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। এতে আহত হয়েছে কয়েকশ মানুষ। এ ঘটনায় কয়েকশ মানুষকে আসামি করে মামলা হয়েছে কয়েকটি। এসব মামলায় নাম নেই হেফাজতের র্মীষ নেতারা।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি ড. বেনজীর আহমেদ জানান, বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের নামে মামলা করা হয়নি। যেহেতু তারা ঘটনাস্থলে ছিলেন না। সেজন্য তদন্তে তাদের সম্পৃক্ততার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হেফাজত ইসলামের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব তিনি।

আইজিপি বলেন, একজন পুলিশ অফিসার এখনো আশঙ্কাজনক ভাবে আইসিইউতে ভর্তি আছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে পণ্ড করতে এ হামলা করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন হেফাজতের | শীর্ষ | নেতারা | কেন | আসামি | জানালেন | আইজিপি