আর্কাইভ থেকে দেশজুড়ে

মার্কেট খোলার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মার্কেট খোলার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

লকডাউনে মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের ব্যবসায়ীরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

পরে পুলিশ এসে কথা বলে তাদের ফিরিয়ে দেন। তবে তারা তাদের দাবি নিয়ে আবারও বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন।
 
ব্যবসায়ীদের দাবি, এক বছরের অধিক সময় ধরে ব্যবসায় মন্দাভাব চলছে। আমরা ঋণগ্রস্থ হয়ে পড়েছি। আমরা এখন ব্যবসা করতে না পারলে পথে বসে যাবো।

স্থানীয় এক কাপড় ব্যবসায়ী বলেন, আমরা ঋণ করে দোকানে মালামাল তুলেছি, মার্কেট বন্ধ থাকলে ভিখারী হয়ে যাব। মার্কেটের দোকানদার আর সেলসম্যানের ঘরে খাবার থাকবে না। তারা না খেয়ে মারা যাবে। আমাদের দাবি, এখনই মার্কেট খুলে দেয়া হোক।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কেট | খোলার | দাবিতে | ঢাকাআরিচা | মহাসড়ক | অবরোধ