আর্কাইভ থেকে ক্রিকেট

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা, নেই মাহমুদুল্লাহ

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা, নেই মাহমুদুল্লাহ

শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্যে ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই প্রাথমিক স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ রিয়াদ, বাদ পড়েছেন সৌম্য সরকার। তবে পাঁচ বছর পর ডাক পেয়েছেন শুভাগত হোম। টেস্ট দলে নতুন হিসেবে ডাক পেয়েছেন মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম। 

করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কায় কোনো নেট বোলার পাবে না বাংলাদেশ।  তাই ২১ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে গিয়ে মূল দল ঘোষণা করবে বিসিবি। আগামী ১২ এপ্রিল সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কা | সফরের | জন্য | ২১ | সদস্যের | দল | ঘোষণা | নেই | মাহমুদুল্লাহ