আর্কাইভ থেকে বাংলাদেশ

খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়নি

খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়নি

করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বিএনপি।

আজ শনিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, আমি ডাক্তার মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তারা ম্যাডামের নমুনা নেননি।

এদিকে ডা. মামুন গণমাধ্যমকে জানান, আমি প্রায় প্রতিদিনই চেকআপের জন্য তার বাসায় যাই। আজও গিয়েছিলাম। আমি যখন যাই তখন আমার সঙ্গে টেকনোলজিস্ট সবুজও যান। আমরা ডায়াবেটিস ও অন্যান্য বিষয়গুলো নিয়মিত চেকআপ করি। তবে করোনা পরীক্ষার জন্য তার কোনো নমুনা নেওয়া হয়নি।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়ার | করোনা | পরীক্ষার | নমুনা | নেওয়া | হয়নি