আর্কাইভ থেকে জাতীয়

কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকবে

কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকবে

সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউনেও সব ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন (সরকারি ছুটির দিন ছাড়া ) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এর আগে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেয়া হয় যে কঠোর লকডাউনে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা প্রদান করার।

এর আগে, সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সর্বাত্মক লকডাউনের সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কঠোর | লকডাউনে | ব্যাংক | খোলা | থাকবে