আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা আবারও রেকর্ড মৃত্যু ১০১, আক্রান্ত ৪৪১৭

করোনা আবারও রেকর্ড মৃত্যু ১০১, আক্রান্ত ৪৪১৭

২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেলো আরও ১০১ জনের। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় দেশে ১০ হাজার ১৮২ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯০৬ জনের করোনার নমুনা পরীক্ষায় নতুন করে চার হাজার ৪১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৯ হাজার আট জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | আবারও | রেকর্ড | মৃত্যু | ১০১ | আক্রান্ত | ৪৪১৭