আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতের ছত্তিশগড়ে করোনা হাসপাতালে আগুন; পাঁচজনের মৃত্যু

ভারতের ছত্তিশগড়ে করোনা হাসপাতালে আগুন; পাঁচজনের মৃত্যু

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে মারা গেছে অন্তত পাঁচজন। শনিবার সন্ধ্যায় রায়পুরে করোনা চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালে এ ঘটনা ঘটে। সে সময় হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিল। আগুনের ঘটনায় হাসপাতালের অন্যান্য রোগীদের আরেকটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল জানিয়েছেন, আগুনে পুড়ে একজন এবং শ্বাসকষ্টে বাকি চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় আহত হয় কয়েকজন রোগী। আহত ও অন্যান্য রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, হাসপাতালের একটি ফ্যানে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গেল সপ্তাহে মহারাষ্ট্রের নাগপুরে একটি বেসরকারি করোনা হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | ছত্তিশগড়ে | করোনা | হাসপাতালে | আগুন | পাঁচজনের | মৃত্যু