আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৫৯

করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৫৯

গেল ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেলো আরও ৯১ জনের। এ নিয়ে করোনায় দেশে  ১০ হাজার ৫৫৮ জনের প্রাণহানি হলো। এছাড়া নতুন করে চার হাজার ৫৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত  হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ১১১ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | দেশে | ২৪ | ঘণ্টায় | আরও | ৯১ | জনের | মৃত্যু | শনাক্ত | ৪৫৫৯