আর্কাইভ থেকে জাতীয়

আজ থেকে শুরু হলো দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল

আজ থেকে শুরু হলো দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল

দীর্ঘ ১৬ দিন পর আজ থেকে দেশের অভ্যন্তরীণ রুটে  ফ্লাইট চলাচল শুরু হয়েছে । কক্সবাজার বাদে বাকি ৬ টি গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হল।

বুধবার (২১ এপ্রিল) ইউএসবাংলার ২২ টি এবং নভো এয়ারের ২২ টি ফ্লাইট পরিচালনা করছে। সকাল থে‌কে ৯‌টি ফ্লাইট ছে‌ড়ে গে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিমানবন্দর প‌রিচালক।

সিভিল এভিয়েশন জানান, মূলত প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় রেখে এবার সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বুধবার প্রবাসী শ্রমিকদের অভ্যন্তরীন টার্মিনালে দেখা যায়নি। যাত্রীদের বেশিরভাগই নানান প্রোযোজনে ঢাকা এসেছেন কেউবা ঢাকা ছেড়ে যাচ্ছেন। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইট শুরু হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পর্যবেক্ষন করা হচ্ছে। এ বিষয়ে কোন ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দেরের পরিচালক।

ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায় যাত্রী সুরক্ষার বিষয় মাথায় রেখেই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। যাত্রী সংখ্যা বিবেচনায় ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে।  এছাড়া প্রবাসী শ্রমিক‌দের জন‌্য ঢাকা থে‌কে বি‌ভিন্ন গন্ত‌ব্যে মোট আজ মোট ২১ টি বি‌শেষ ফ্লাইট ছে‌ড়ে যাবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | শুরু | হলো | দেশের | অভ্যন্তরীণ | রুটে | ফ্লাইট | চলাচল