পঞ্চগড়ে তৃতীয়বারের মতো নতুন প্রজাতির আরেকটি ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট গ্রামে শহিদুজ্জামান শহিদের বাড়িতে সাপটিকে আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে থাকা বাঁশ বাগান থেকে সাপটি বের হয়ে শহিদুজ্জামান শহিদের বাড়ির আঙ্গিনায় যায়। এসময় বাড়ির লোকজন সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয় কয়েকজন এসে দেখে রেড কোরাল কুকরি সাপ। পরে স্থানীয়রা বন্যপ্রাণী এবং প্রকৃতি ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহকে খবর দেয়।
খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে গিয়ে সাপটি তাদের কাছ থেকে বুঝে নেয় ফিরোজ আল সাবাহ।
ফিরোজ আল সাবাহ বলেন, সাপটি দিনের বেলা সূর্যেল আলো সহ্য করতে পারে না, তাই রাতের আধারে তাকে অবমূক্ত করা হবে।
এদিকে প্রথমবারের মতো গত ৭ ফেব্রুয়ারি বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে ও দ্বিতীয় বারের মতো গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট টুনিরহাট এলাকায় মৃত অবস্থায় আর এবার তৃতীয়বারের মতো ২০ এপ্রিল টুনিরহাট গ্রামে জীবিত অক্ষত রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়।
মুনিয়া