আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর ৪ পরামর্শ

বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর ৪ পরামর্শ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতি চারটি পরামর্শ দিয়েছেন।

তিনি কোভিড-১৯ মহামারী স্মরণ করিয়ে দিয়ে বলেন, কেবলমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড সঙ্কট সমাধান সম্ভব।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায়  জলবায়ুবিষয়ক দুই দিনব্যাপী ‘লিডার্স সামিট’ এর উদ্বোধনী সেশনে ভিডিও বার্তায় এসব পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

পরামর্শগুলো হলো:


১. বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্বির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ হ্রাস করার জন্য তাত্ক্ষণিক এবং উচ্চাকাঙ্ক্ষী কর্ম পরিকল্পনা নেয়া। 

২) লোকসান ও ক্ষতির দিকে ধাবিত হওয়ার সময় দুর্বল জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগ সহকারে অভিযোজন ও প্রশমনকরণের মধ্যে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রা নিশ্চিত করা।

৩) মুখ্য অর্থনীতি, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারী ক্ষেত্রগুলিকে ছাড়যোগ্য জলবায়ু অর্থায়নের পাশাপাশি উদ্ভাবনের জন্য এগিয়ে আসা উচিত।

৪) সবুজ অর্থনীতি এবং কার্বন নিরপেক্ষ প্রযুক্তিগুলিতে দেশগুলির মধ্যে প্রযুক্তি স্থানান্তরের বিধানের সাথে ফোকাসের প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামিটের আয়োজক। ভার্চুয়ালি আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনও করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জন বিশ্বনেতা এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলন আয়োজনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর সঙ্গে সম্পৃক্ত করার আগ্রহকে বাংলাদেশ প্রশংসা করে।

সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হওয়া সত্ত্বেও অভিযোজন এবং প্রশমনে বিশ্বে বাংলাদেশের সফলতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রতি বছর বাংলাদেশ জলবায়ু অভিযোজন এবং টেকসই অবকাঠামো নির্মাণে ৫ বিলিয়ন ডলার ব্যয় করছে। যা আমাদের জিডিপির ২ দশমিক ৫ শতাংশ।

শুভ মাহফুজ

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বনেতাদের | প্রতি | প্রধানমন্ত্রীর | ৪ | পরামর্শ