আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে প্রতিদিনই করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে প্রতিদিনই করোনা শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা দিন দিন আরও বেশি কাবু করে দিচ্ছে ভারতকে। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। হাসপাতালগুলোতে তীব্র অক্সিজেন সংকটে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ করোনা আক্রান্ত গুনেছে ভারত। দেশটিতে আক্রান্ত তিন লাখ সাড়ে ৩২ হাজারের বেশি মানুষ, যা একদিনে সংক্রমণের রেকর্ড। একদিনে মারা গেছে দুই হাজার ২৫৬ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা এক কোটি সাড়ে ৬২ লাখের বেশি। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এতে মোট মৃত্যু দাঁড়াল প্রায় এক লাখ ৮৭ হাজার। অক্সিজেন সংকটের কারণে মৃত্যু বাড়ছে দেশটিতে। পুরোপুরি অক্সিজেন শূন্য হয়ে গেছে দিল্লির ৬টি হাসপাতাল।

চিকিৎসকরা বলছে, সামান্য অক্সিজেন রয়েছে অন্যান্য হাসপাতালেও। অক্সিজেনের জন্য অপেক্ষা করেই বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। এদের ৯৯ শতাংশই নিবিড় পরিচর্যা কেন্দ্রের রোগী। হাসপাতালে অক্সিজেনের পাশাপাশি রোগীর চাপে তীব্র আকার ধারণ করেছে শয্যা সংকট।

এদিকে, প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যুতে মরদেহ সৎকারে শশ্মান ঘাটগুলোতে হিমশিম অবস্থা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | প্রতিদিনই | করোনা | শনাক্ত | ও | মৃত্যুর | নতুন | রেকর্ড