আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে করোনার নতুন ধরণ

ভারতে প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে করোনার নতুন ধরণ

ভারতে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন বি ওয়ান সিক্স ওয়ান সেভেন ভাইরাসটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। দ্রুত রূপ পরিবর্তনের কারণে ভাইরাসটির চরিত্র নির্ধারণে বিপাকে পড়তে হচ্ছে গবেষকদের। নতুন ধরনের করোনার বিরুদ্ধে বিশ্বে বিদ্যমান করোনা টিকাগুলো কার্যকর হলেও আরো বেশি কার্যকারিতার জন্য এতে কিছু সংযোজন প্রয়োজন মনে করছে বিজ্ঞানীরা।

বিভিন্ন গবেষণা বলছে, ভারতে করোনার নতুন ধরন বি ওয়ান সিক্স ওয়ান সেভেন ভাইরাস দ্রুত রূপ পরিবর্তন করছে। এর মধ্যে কিছু কম বিপজ্জনক। তবে কিছু ভাইরাস আবার খুবই সংক্রামক। অনেক সময় টিকা নিয়েও এসব ভাইরাস মোকাবেলা করা কঠিন। গেল বছরের অক্টোবরে শনাক্ত হওয়া ভাইরাসটি ভারতে চরম বিপর্যয় ডেকে এনেছে।

ভারতে যে গতিতে এই করোনাভাইরাস ছড়াচ্ছে সেই গতিতে পরীক্ষা করা সম্ভব হচ্ছেনা। ফলে খুব কম সময়ে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। আর পরীক্ষা করাতে দেরি হওয়ার শেষ মুহূর্তে শনাক্ত হচ্ছে ভাইরাসটি।

দ্য জিএসএআইডির তথ্য মতে, করোনার নতুন ধরনটি এখন পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১টি দেশে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয় ব্রিটেনে। এর বেশিরভাগই ভারত ফেরৎ যাত্রী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | প্রতিনিয়ত | রূপ | বদলাচ্ছে | করোনার | নতুন | ধরণ