আর্কাইভ থেকে জাতীয়

দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না। ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে কাজ করছে সরকার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম লেখেন, ভ্যাকসিন এবং অক্সিজেন নিয়ে আমরা কাজ করছি। অগ্রগতিও ভালো। ইনশাআল্লাহ বাংলাদেশ কোনো সংকটে পড়বে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি ফেসবুক পেজে লেখেন, শুধু আপনাদের কাছে অনুরোধ কোভিডকে ডেকে আনবেন না। সবসময় মাস্ক ব্যবহার করুন। সরকারি বিধিনিষেধ মেনে চললে সংকট মোকাবিলা করা সম্ভব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, মে মাসে সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে আসবে। ভারতের বাইরেও টিকার জন্য রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।

এদিকে, মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, মে মাসেই আসছে রাশিয়ার টিকা টিকা স্পুটনিক-৫। আপাতত ৪০ লাখ ডোজ আসার সম্ভাবনা আছে। অন্যদিকে চীনের টিকাও দ্রুত দেশে আনার কথা ভাবছে সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | ভ্যাকসিন | ও | অক্সিজেনের | সংকট | হবে | পররাষ্ট্র | প্রতিমন্ত্রী