আর্কাইভ থেকে দেশজুড়ে

কর্মবিরতিতে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

কর্মবিরতিতে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

বুধবার দুপুরে চমেক কর্তৃপক্ষ, পুলিশ এবং ইন্টার্ন ডক্টর এসোসিয়েশনের সঙ্গে বৈঠকে সমস্যার কোনো সমাধান না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।

জানা যায়, মঙ্গলবার রাতে চমেক ছাত্রলীগের দুটি পক্ষের কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চমেকের ৫৭ ব্যাচের সাতজন আহত হন। এ ঘটনার জের ধরে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।

চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি আমরা। আশা করছি তারা কাজে যোগদান করবে।’

এদিকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান বলেন, বৈঠকে দাবির ব্যাপারে কোনো সুরাহা হয়নি। দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কর্মবিরতিতে | চট্টগ্রাম | মেডিকেলের | ইন্টার্ন | চিকিৎসকরা