আর্কাইভ থেকে ক্রিকেট

তাইজুল-নাইমের পর মিরাজের আঘাত

তাইজুল-নাইমের পর মিরাজের আঘাত

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তাইজুল ইসলাম ও নাইম হাসানের পর এবার বাংলাদেশকে সাফল্য এনে দিলেন সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৫৪ রানে ভয়ঙ্কর হয়ে ওঠা কাইলি মায়ার্সকে ব্যক্তিগত ৪০ রানে এলবির ফাঁদে ফেলেন তিনি।

এর আগে তৃতীয় দিনের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান বুর্নারকে স্লিপে শান্তর ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এবার দিনের দ্বিতীয় সাফল্য এলো আরেক স্পিনার নাইমের হাত ধরে। অর্ধশত রান করা ব্র্যাথওয়েটকে সরাসরি বোল্ড করেন তিনি। এর আগে অবশ্য এ ব্যাটসম্যান ১১১ বলে ১২ চারের সাহায্যে ৭৬ রান সংগ্রহ করে দলীয় ১৩০ রানের সময় বিদায় নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ১৬০ রান। ব্ল্যাকউড ১৭ রানে ও ডি সিলভা ০ রানে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় দিনের শেষ সেশনে দুই উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে সফররত ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজে সেঞ্চুরি ও সাদমান ইসলাম এবং সাকিব আল হাসানের অর্ধশত রানে ভর করে প্রথম ইনিংসে ৪৩০ রান করে অল আউট হয়। ক্যারিবীয়দের হয়ে ওয়ারিক্যান ৪টি উইকেট লাভ করেন। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন তাইজুলনাইমের | মিরাজের | আঘাত