আর্কাইভ থেকে বাংলাদেশ

৪২তম বিসিএসের ভাইভা শুরু ২৩ মে

৪২তম বিসিএসের ভাইভা শুরু ২৩ মে

৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার আগামী ২৩ মে থেকে শুরু হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বুধবার (৫ মে) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনকে ভাইভার জন্য ডাকা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ভাইভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে হয়েছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকারপত্রটি ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার একমাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন #৪২তম #বিসিএসের #ভাইভা #শুরু #২৩ #মে