আর্কাইভ থেকে দুর্ঘটনা

করোনা টেস্ট করাতে ঢাকায় এসে খুন হলেন প্রবাসী

করোনা টেস্ট করাতে ঢাকায় এসে খুন হলেন প্রবাসী

খিলক্ষেতে ফ্লাইওভার থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সুভাষ চন্দ্র সূত্রধর (৩২) নামে এক প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম তার বাড়ি বগুড়ার শিবগঞ্জের মোকামতলায়।

বৃহস্পতিবার সকালে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, করোনা টেস্ট করাতে ও দুবাই যাওয়ার জন্য টিকিট কিনতে বুধবার রাতে ঢাকায় আসেন সুভাষ। সকালে খিলক্ষেত ফ্লাইওভার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভায়রা কৃষ্ণ বাবু বলেন, আগামী ৮ মে দুবাই যাওয়ার  কথা ছিল সুভাষের। এজন্য করোনা টেস্ট ও বিমানের টিকিট কেনার জন্য গতকাল রাত ৮টায় ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। তার কাছে ৬০ থেকে ৭০ টাকার মতো ছিল।

খিলক্ষেত থানার এসআই শাহিনুর রহমান বলেন, নিহতের কাছে থেকে পাওয়া পাসপোর্ট পাওয়া গেছে। তিনি দুবাই থাকতেন। গত বছরের ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৮ মে দুবাই যাওয়ার কথা ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | টেস্ট | করাতে | ঢাকায় | এসে | খুন | প্রবাসী