আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

আবারও লন্ডনের মেয়র হলেন সাদিক খান

আবারও লন্ডনের মেয়র হলেন সাদিক খান

আবারও লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। এর আগে তিনি ২০১৬ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই সময় সাদিক খান ইউরোপের কোনও রাজধানী নগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন।

লেবার পার্টির এই প্রার্থী প্রায় ১১ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী শন বেইলিকে।

সাদিক ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। আর বেইলি পেয়েছেন ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট। খবর বিবিসির।

বিবিসি জানায়, সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী সাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট।

১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের জন্ম। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | লন্ডনের | মেয়র | সাদিক | খান