আর্কাইভ থেকে বাংলাদেশ

শপথ নিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্যরা

শপথ নিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্যরা

শপথ নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। আজ সোমবার শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ৪৩ জন মন্ত্রী। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ। কোভিড পরিস্থিতিতে অনুষ্ঠানের পরিসর সীমিত রাখার জন্যই অল্প সময়ে শপথ অনুষ্ঠান শেষ করা হয়েছে।

সীমিতসংখ্যক অতিথিদের উপস্থিতিতে সকাল ১০টা ৪৫ মিনিটে শপথ নেন তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভার সদস্যরা। এবার মন্ত্রিসভায় যোগ হয়েছে কয়েকজন নতুন মুখ। মন্ত্রীর তালিকায় রয়েছে ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছে ১০ জন।

মমতার মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসেবে থাকছে সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম চন্দ্র হাজরা, মানস ভুইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরুপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভনদের চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গুলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা হলো বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবির, আখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যা রানি টুডু, বুলু বারিক ও সুজিত বসু।

মমতার মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে থাকছে দিলীপ মণ্ডল, শিউলি সাহা, আখরুজ্জামান, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাসদা, জ্যোস্না মান্দি, পরেশ চন্দ্র অধিকারী ও মনোজ তিওয়ারি।

বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর গেল পাঁচ মে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১০ মে শপথ নিলো তার মন্ত্রীসভার ৪৩ জন সদস্য।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন শপথ | নিলেন | পশ্চিমবঙ্গের | মন্ত্রিসভার | সদস্যরা