আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার জেরে পেট্রোল সংকট

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার জেরে পেট্রোল সংকট

যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ পাইপলাইনের সিস্টেমে সাইবার হামলার পর গাড়িতে পেট্রোল ভরার হিড়িক পড়েছে। এতে পেট্রোল সংকট দেখা দিয়েছে কয়েকটি অঙ্গরাজ্যে।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রে পাইপলাইন সিস্টেমে সাইবার হামলার কারণে ২০১৪ সালের পর পেট্রোলের দাম সবচেয়ে বেশি। মঙ্গলবার ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায় পেট্রোল সংকটের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্যগুলোর গভর্নররা। এর প্রভাবে ২০১৪ সালের নভেম্বরের পর মঙ্গলবার পেট্রোলের দাম সবেচেয়ে বেশি ছিল যুক্তরাষ্ট্রে। প্রতি গ্যালন পেট্রোল বিক্রি হয়েছে গড়ে ২ ডলার ৯৮ সেন্টে।

এদিকে, নাগরিকদের পেট্রোল কিনে জমা করে না রাখার অনুরোধ করেছে জ্বালানী কর্তৃপক্ষ। পেট্রোলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন জ্বালানী মন্ত্রী জেনিফার গ্র্যানহোম।

এর আগে, গেল শুক্রবার কলোনিয়াল পাইপলাইনের সরবরাহ সিস্টেমে সাইবার হামলা চালায় হ্যাকারদের একটি দল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | সাইবার | হামলার | জেরে | পেট্রোল | সংকট