আর্কাইভ থেকে এশিয়া

নেপালে আস্থা ভোটে হেরেও প্রধানমন্ত্রী ওলি

নেপালে আস্থা ভোটে হেরেও প্রধানমন্ত্রী ওলি

নেপালে পার্লামেন্টে আস্থা ভোটে হেরেও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কেপি শর্মা ওলি। এ পদে তাঁকে আবারো নিয়োগ দেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি। দেশটির বিরোধী দলগুলো সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় পার্লামেন্টের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ পান ওলি।

নেপালি গণমাধ্যমগুলো জানায়, গেল সোমবার নেপালের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। করোনা পরিস্থিতি সামলাতে না পারার অভিযোগে তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনা হয়।

তবে শপথ নেওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটে জিততে হবে ওলিকে। আর জিততে ব্যর্থ হলে নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে। এতেও ব্যর্থতা এলে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হবে। এরপর আরেক দফা নির্বাচনের পথে হাঁটবে হিমালয় কন্যার দেশটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন নেপালে | আস্থা | ভোটে | হেরেও | প্রধানমন্ত্রী | ওলি