আর্কাইভ থেকে দেশজুড়ে

রায়পুরায় টেটাযুদ্ধে শিশুর পর এবার প্রাণ গেল যুবকের

রায়পুরায় টেটাযুদ্ধে শিশুর পর এবার প্রাণ গেল যুবকের

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জহির মিয়া নামে (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জহির মিয়া কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

এর আগে, এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ইয়াছিন মিয়া নামে (১৩) এক শিশুর মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দী গ্রামের মনার বাড়ি ও ফাজিলা বাড়ির মধ্যে বিবাদ চলে আসছিল। গত কয়েকদির ধরেই বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বিরোদের সৃষ্টি হয়। সোমবার বিকেলে কথাকাটাকটির এক পর‌্যায়ে দুই দলের সমর্থকরা টেটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ইয়াছিন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ভোরবেলা টেটার আঘাতে জহির মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ বলেন, সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন রায়পুরায় | টেটাযুদ্ধে | শিশুর | এবার | প্রাণ | যুবকের