আর্কাইভ থেকে দুর্ঘটনা

দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দু’জন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে বরিশালের ভুরঘাটা এলাকায় ইঞ্জিন বিকল হওয়া একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছিলো আরেকটি ট্রাক।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই ট্রাক চালক ও এক সহকারীর মৃত্যু হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জব্দ করা হয় কাভার্ডভ্যানটি।

পাবনার নগবাড়ি থেকে সিমেন্ট বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিলো একটি ট্রাক। পথে সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি টিনের ঘরের ভেতর ঢুকে পড়ে।

ট্রাকের নিচে চাপা পড়ে ওই ঘরে থাকা দিনমজুর শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশ।

বান্দরবানের থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কের কাঁচামাল বহনকারী একটি ট্রাক ২৯কিলোমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | কয়েকটি | জেলায় | সড়ক | দুর্ঘটনায় | ৫ | জন | নিহত