আর্কাইভ থেকে জাতীয়

শুরু হলো দেশজুড়ে টিকাদান কর্মসূচি

শুরু হলো দেশজুড়ে টিকাদান কর্মসূচি

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে দেশজুড়ে শুরু হয়েছে একযোগে টিকাদান কর্মসূচি ।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, করোনার টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজের শুরু হলো আজ। এর আগে যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।

সারাদেশে মোট ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হবে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত থাকবে।

আজ ঢাকায় প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের অনেকেই বিভিন্ন কেন্দ্রে টিকা নেবেন।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল হক।

এদিকে শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন শুরু | হলো | দেশজুড়ে | টিকাদান | কর্মসূচি