আর্কাইভ থেকে করোনা ভাইরাস

পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা; ভিন্ন খাতে নেয়ার অভিযোগ

পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা; ভিন্ন খাতে নেয়ার অভিযোগ

সামাজিক ভীতি ও লোক লজ্জার কারনে আতঙ্কে আছেন খুলনায় কোয়ারেন্টিনে থাকার সময় পুলিশের এএসআই কর্তৃক ধর্ষণের শিকার ভারত ফেরত নারী ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনার অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচারের দবি করেছে এলাকাবাসী। এদিকে, বাংলাদেশ মহিলা পরিষদ অভিযোগ করেছে, পুলিশ এ ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। 

খুলনার খানজাহান আলী থানা এলাকার এক নারী প্রায় এক মাস আগে দালাল চক্রের খপ্পড়ে পরে ভারতে যায়। সেখানে কাজ না পেয়ে বাড়ি ফিরে আসার সময় তাকে আটক করে বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি সদস্যরা। 

পরে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে  সেই নারীকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। কারাগারে কয়েকদিন থাকার পর বাড়ি ফিরে আসে ওই নারী। 

এদিকে ভারত থেকে ফিরে এসেছে এমন খবর পেয়ে গেল ৪ মে খানজাহান আলী থানা পুলিশ মেয়েটিকে খুলনার পিটিআই মোড়ে প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠায়। 

সেখানে কর্তব্যরত এএসআই মোখলেসুর রহমান হাত ও মুখ বেঁধে এক রাতে দু’বার ওই নারীকে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ অভিযোগ করেছে, পুলিশ মামলাটি ভিন্নখাতে নেয়ার চেস্টা করছে। 

তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ | সদস্যের | বিরুদ্ধে | ধর্ষণ | মামলা | ভিন্ন | খাতে | নেয়ার | অভিযোগ