আর্কাইভ থেকে দেশজুড়ে

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যা; জিজ্ঞাসাবাদ চলছে

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যা; জিজ্ঞাসাবাদ চলছে

যশোরে মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতের বাবা মামলা দায়েরের পর পুলিশ এই তৎপরতা চালাচ্ছে।   নিহতের পরিবারের অভিযোগ, মাহফুজকে ঠাণ্ডা মাথায় পিটিয়ে হত্যা করা হয়েছে।

সম্প্রতি যশোর মাদক নিরাময় কেন্দ্রে ওই যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ সামাজিক যোগোযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন লোক ওই যুবককে মাটিতে চেপে ধরে এলোপাতড়ি পিটিয়েছে।  কয়েকজন সেই দৃশ্য দেখছে।  

গেল শনিবার ওই যুবকের মৃত্যুর পর মাদক নিরাময় কেন্দ্রের সদস্যরা পর মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রেখে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা হাসপাতালে যুবকের লাশ শনাক্ত করে।

নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনিরুজ্জামানের ছেলে।  গত ২৬শে এপ্রিল যশোরে মাদকাসক্তি নিরাময় ও পূর্নবাসন কেন্দ্রে চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিলো।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন মাদকাসক্তি | নিরাময় | কেন্দ্রে | পিটিয়ে | হত্যা | জিজ্ঞাসাবাদ | চলছে