আর্কাইভ থেকে দেশজুড়ে

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের ব্যানারে এ দাবি করা হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীরা অনালইনে আসক্ত হয়ে পড়ছে। তারা হতাশাগ্রস্থ হয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকেই দায়ী করেন তারা। শিক্ষার্থীদের সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শিক্ষকদেরও।

শিক্ষকরা বলেন, শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষরাও হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নেয়াও সম্ভব হচ্ছেনা।

স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি কে এ এম সাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেবা মাকসুরা, শিক্ষার্থী মতিউর পাটোয়ারীসহ আরও অনেকে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষা | প্রতিষ্ঠান | খোলার | দাবিতে | রাবি | শিক্ষার্থীদের | মানববন্ধন