আর্কাইভ থেকে বাংলাদেশ

ঘূর্ণিঝড় ইয়াস; নিরাপদ আশ্রয়ে নেয়ার প্রক্রিয়া চলছে

ঘূর্ণিঝড় ইয়াস; নিরাপদ আশ্রয়ে নেয়ার প্রক্রিয়া চলছে

ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই এবার ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলো থেকে অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্যের ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হবে। ঝড়ের আগে থেকেই কোলকাতা শহরের সব ফ্লাইওভারে যান চলাচল নিষিদ্ধ করছে কলকাতা পুলিশ। কলকাতা বন্দরে দুপুরের পর থেকে সব ধরনের লোড-আনলোড বন্ধ।  নদীতে মাছ ধরা ট্রলারগুলোকে ফিরে আসতে বলা হয়েছে। অন্যদিকে উড়িষ্যায় ঘূর্ণিঝড় ইয়াশের বৃষ্টিপাত চলছে।

মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। বুধবার উড়িষ্যার বালাসোরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াশের। ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় ইয়াশ আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১শ’ ৮০ কিলোমিটার।

শেখ সোহান 

এ সম্পর্কিত আরও পড়ুন ঘূর্ণিঝড় | ইয়াস | নিরাপদ | আশ্রয়ে | নেয়ার | প্রক্রিয়া | চলছে