আর্কাইভ থেকে বাংলাদেশ

তান্ডব চালাচ্ছে সুপার সাইক্লোন ইয়াস

তান্ডব চালাচ্ছে সুপার সাইক্লোন ইয়াস

সুপার সাইক্লোন ইয়াস ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগ নিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে ভারতীয় উপকূলে তাণ্ডব চালাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। বাড়ছে নদ-নদীর পানি। জোয়ারের পানিতে কয়েকটি জেলায় বেড়ি বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সাতক্ষীরার কপোতাক্ষ, কাকশিয়ালি, খোলপেটুয়াসহ চারটি নদীর ১৬টি পয়েন্টে বাঁধ ভেঙে এবং বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। ডুবে গেছে মাছের ঘের। ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম।

এদিকে পিরোজপুরেও  প্লাবিত হয়েছে ৫০টি  গ্রাম। বরগুনায় তিনটি নদীর বাঁধ ভেঙে এবং পানি উপচে ৫০টি এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের ডুবে গেছে নোয়াখালীর হাতিয়ার পাঁচটি গ্রাম। বরিশাল নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার মানুষ। ঝড়ে গাছ চাপা পড়ে ভোলার লালমোহনে একজনের মৃত্যু হয়েছে।

বাগেরহাটে টানা বৃষ্টি হচ্ছে। সেখানকার সবগুলো নদীর পানি আড়াই ফুট বেড়েছে। মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। পশুর নদের পানি ছয়ফুট বেড়ে যাওয়ায় আতঙ্কে আছে স্থানীয়রা।

এছাড়া পানিতে ডুবে আছে  কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, সেন্টমার্টিনের বিভিন্ন এলাকা উপকূলীয় এলাকাগুলোতে বাঁধ ভেঙে ঘরবাড়ি ডুবে যাওয়ায় বেশির ভাগ মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন তান্ডব | চালাচ্ছে | সুপার | সাইক্লোন | ইয়াস