আর্কাইভ থেকে ক্রিকেট

ভারতই পেলো চ্যাম্পিয়নের মুকুট

ভারতই পেলো চ্যাম্পিয়নের মুকুট
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নেয়াই যেন কাল হয়েছে শ্রীলঙ্কার। পাঁচবারের ফাইনালিস্ট দলটি ভারতীয়দের বোলিং তোপে শুরু থেকেই দাঁড়াতে পারেননি। শুরুতেই চামারি আতাপাত্তু, হারসিথা মাধবী, আনুস্কা সানজেনুইনি ও হাসানি পেরেরার উইকেট হারায়। পরে ব্যাটিং করতে এসে অশাধি রানাসিংয়ের ১৩ রান আর ইনুকা রানাওয়েরার ১৮ ছাড়া আর কেউই রানে দুই অংক ছুঁতে পারেননি। কোনও মতে ৬৫ রানে পৌঁছে শ্রীলঙ্কা। ভারতের হয়ে রেনুকা সিং সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। এছাড়াও রাজেশ্বরী গায়কোয়াড় ২ টি ও স্নেহ রানা ১ টি করে উইকেট নেন। এদিকে ৬৬ রান তাড়া করতে নেমে অধিনায়ক স্মৃতি মান্ধানারের হাফসেঞ্চুরিতে সহজেই জয় পেয়ে যায় ভারত। মান্ধানা ২৫ বলে ৫১ রান তুলে অপরাজিত থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতই | পেলো | চ্যাম্পিয়নের | মুকুট