আর্কাইভ থেকে জনদুর্ভোগ

ডেঙ্গু বিরোধী অভিযানে ৩ লাখ টাকা জরিমানা, আটক ২

ডেঙ্গু বিরোধী অভিযানে ৩ লাখ টাকা জরিমানা, আটক ২
ডেঙ্গু বিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর মনিপুরী এলাকায় নির্মাণাধীন দুই বাড়ির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় জরিমানা না দেওয়ায় দু’জনকে আটক করা হয়। আটক দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর পীরেরবাগের ৬০ ফুট সড়ক এলাকায় চলে এ অভিযান। উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার. জে. জোবায়দুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান বলেন, মানুষকে সচেতন করতেই এ আজকে তারা বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেছেন। এরমধ্যে পশ্চিম মনিপুর শেখ আব্দুল হাই সড়কের নির্মাণাধীন দু’বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এজন্য একটি বাড়িকে এক লাখ ও অপর আরেকটি বাড়িকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা না দেওয়ায় দু’জনকে আটক করা হয়। যদি এ জরিমানা কেউ না দেয় তাহলে তাদের তিন থেকে ছয় মাসের কারাদণ্ড হবে। এছাড়াও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সেগুলো জব্দ করে নিলামে ১ লাখ ৬৮,৭৫০ টাকা বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, তাদের উদ্দেশ্য মানুষকে কষ্ট দেওয়া নয়। এডিস মশার বিষয়ে মানুষকে সচেতন করাই তাদের লক্ষ্য। পরবর্তীতে যদি কেউ এডিস মশার বিষয়ে সচেতন না হয় তাহলে তাদের অর্থদণ্ড ও জেলে দেয়া হবে। আবারও রাস্তায় কেউ নির্মাণ সামগ্রী রাখলে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গু | বিরোধী | অভিযানে | ৩ | লাখ | টাকা | জরিমানা | আটক | ২