আর্কাইভ থেকে বিএনপি

নিশি রাতে ভোট ডাকাতি কেন হয় : রিজভী

নিশি রাতে ভোট ডাকাতি কেন হয় : রিজভী
হামলা মামলা করে জনস্রোত ঠেকানো যাবে না। সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগ রাস্তায় যানবাহন বন্ধ করে দিচ্ছেন, পথে পথে বাধা দিচ্ছেন।  তারপরও বিএনপির গণসমাবেশমুখী কাফেলা দিন দিন বেড়েই চলেছে। দিন রাত হেঁটে কিংবা ভ্যানে-ট্রলারে করে এসে সমাবেশে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৭ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয়। বিএনপির এই গণসমাবেশ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনের গ্যারান্টির জন্য। যা আওয়ামী লীগ কেড়ে নিয়েছেন। আপনাদের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে সারা দেশের মানুষ এখন রাজপথে নেমে এসেছে। রিজভী বলেন,  আওয়ামী লীগ যদি ব্যাপক লোক সমাগম করতে পারেন তাহলে নিশি রাতে ভোট ডাকাতি কিংবা প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট করতে হয় কেন? ভোটের দুই তিন মাস আগে থেকে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, গুম ও ক্রসফায়ারের আশ্রয় নেন কেন? বিএনপির এই নেতার দাবি, পৃথিবীতে হাছান মাহমুদ একমাত্র তথ্যমন্ত্রী যিনি সঠিক তথ্যকে টিনের বাক্সে তালা দিয়ে অসত্য তথ্য সম্প্রচার করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন নিশি | রাতে | ভোট | ডাকাতি | কেন | হয় | | রিজভী