আর্কাইভ থেকে ক্রিকেট

আমিরকে ফেরাতে অধিনায়ক বাবরের বিশেষ চেষ্টা

আমিরকে ফেরাতে অধিনায়ক বাবরের বিশেষ চেষ্টা

গত বছরের সেপ্টেম্বরে বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তান ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর জমে থাকা ক্ষোভের জানান দিয়েছেন ২৯ বছর বয়সী এ তারকা ক্রিকেটার।

কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজম চাচ্ছেন অবসর ভেঙে আমির যেন আবার জাতীয় দলে ফেরেন। আর এর জন্য তিনি নিজ থেকেই আমিরের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন পাক অধিনায়ক। সম্প্রত ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাবর।

এসময় তিনি আমিরকে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, আমি আমিরের সঙ্গে এখনও অবসরের বিষয়ে কথা বলিনি। তবে সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলবো। তার কী সমস্যা হচ্ছে বা হয়েছে তা নিয়ে আলোচনা করব।’
 
বাবর আরও বলেন, বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসারদের একজন মোহাম্মদ আমির। তাকে আমি খুব পছন্দ করি। আশা করছি পাকিস্তান সুপার লিগের বাকি অংশে দারুণ পারফরম্যান্স করবেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। যেখানে তিন ফরম্যাট মিলে তার শিকার ২৫৯ উইকেট।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আমিরকে | ফেরাতে | অধিনায়ক | বাবরের | বিশেষ | চেষ্টা