আর্কাইভ থেকে ফুটবল

৩ গোল বাতিলের পরও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

৩ গোল বাতিলের পরও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ
লা লিগায় তলানির দল এলচের বিপক্ষে বুধবার ৩-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের এই জয়ে দ্বিতীয় গোলটি করেছেন সদ্য ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা। অফসাইডের কারণে কাল রিয়ালের তিনটি গোল বাতিল করা হয়েছে। রিয়ালের হয়ে বাকি গোল দুটি করেছেন ফেডে ভালভার্দে ও মার্কো আসেনসিও। এই জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনার থেকে ছয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে গ্যালাকটিকোরা। অফসাইডের কারণে বাতিল হওয়া তিনটি গোলের মধ্যে দুটিই ছিল বেনজেমার। এছাড়া ডেভিড আলাবার একটি গোলও সফল হয়নি। কার্লো আনচেলত্তির দলের জন্য এটি একটি সফল সপ্তাহ ছিল। ইতোমধ্যেই তারা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে, মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে, বেনজেমার হাতে উঠেছে ব্যালন ডি’অরের ট্রফি। সব মিলিয়ে রিয়ালের এই সাফল্য আরো একটি সফল মৌসুমের ইঙ্গিত দিচ্ছে। কালকের ম্যাচে টেবিলের তলানিতে থাকা এলচে অপ্রতিরোধ্য রিয়ালের বিপক্ষে কোন সুযোগই তৈরী করতে পারেনি। ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘দল খুব ভালো খেলেছে, বিশেষ করে আক্রমনভাগে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। এর ফলে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস আরো বাড়বে। এটা মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময়। দলে কোন সমসা নেই, কোন শঙ্কা নেই। দিনের আরেক ম্যাচে মিকেল মেরিনোর একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদ ১-০ ব্যবধানে রিয়াল মায়োর্কাকে পরাজিত করেছে। দলের তারকা স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে নিউক্যাসলের কাছে ছাড়ার পর পরিবর্তিত স্ট্রাইকার উমর সাদিক হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েন। কিন্তু তারপরও লা লিগা ও ইউরোপা লিগে এনিয়ে টানা অষ্টম জয় নিশ্চিত করেছেন ইমানোল আলগুয়াকিলের দল।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ | গোল | বাতিলের | পরও | জয় | পেয়েছে | রিয়াল | মাদ্রিদ