আর্কাইভ থেকে লাইফস্টাইল

রান্নাঘরের টাইলসে নাছোড়বান্দা তেল চিটচিটে দাগ!

রান্নাঘরের টাইলসে নাছোড়বান্দা তেল চিটচিটে দাগ!
বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো রান্নাঘর। প্রতিদিনের ব্যবহারে রান্নাঘরে তেল চিটচিটে দাগ তো ধরবেই। তাই নিয়মিত পরিষ্কার করা দরকার ঘরের এ গুরুত্বপূর্ণ অংশটি। কিন্তু সব থেকে সমস্যা তৈরি করে দেয়ালের টাইলস। রান্নাঘরের দেয়ালে থাকা টাইলস যত মসৃণই হোক না কেন তার খাঁজে তেল ঢুকে ময়লা আটকে যাবেই। দিন কয়েক পর পর পরিষ্কার না করলে অত্যন্ত বাজে লাগে দেখতে। শুধু তাই নয়, দিনের পর দিন তেল ময়লা পড়তে থাকলে তা রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি করে ফেলে। চিন্তা নেই, খুব সহজেই এই নাছোড়বান্দা তেলের হাত থেকে টাইলসগুলি উদ্ধার পেতে পারে। খুব সহজেই পরিষ্কার করা যায় রান্নাঘরের টাইলস। কীভাবে তা দেখে নেয়া যাক এক নজরে- ভিনিগার ও স্প্রে বোতল একটি স্প্রে বোতলে সামাণ্য পানির মধ্যে ভিনেগার মিশিয়ে নিতে হবে। তেল চিটচিটে দেয়ালে সেটি স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর মাইক্রো ফাইবার দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে দেয়াল। বেকিং সোডার ব্যাটার বেকিং সোডায় পানি মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে। এই ঘন মিশ্রণটি রান্নাঘরের দেয়ালের টাইলসে স্প্রে করে একটি ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে। তারপর ভিজে কাপড় দিয়ে দেয়াল মুছে দিলেই একেবারে ঝকঝকে। ব্লিচের পরিচ্ছন্নতা রান্নাঘরের দেয়ালের টাইলস খুব বেশি রকমের ময়লা হলে পানির সঙ্গে ব্লিচ মিশিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা যেতে পারে। লেবুর রস পানি হালকা গরম করে নিয়ে লেবুর রস মিশিয়ে নিতে হবে। দেয়ালে হালকা ময়লা থাকলে খুব সহজেই এই মিশ্রণ ব্যবহারে রান্নাঘর পরিষ্কার করে ফেলা সম্ভব। ডিটারজেন্ট পাউডার পানি ভাল করে গরম করে নিয়ে ডিটারজেন্ট পাউডার গুলে নিতে হবে। এই মিশ্রণ দিয়ে ভাল করে টাইলস ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। লা-জবাব লবণ দেয়ালের টাইলসে যে সব জায়গায় খুব কড়া তেল চিটচিটে দাগ পড়েছে, সেখানে লবণই মোক্ষম ওষুধ। বেশ খানিকটা লবণ দেয়ালে মাখিয়ে রাখতে হবে। খানিক্ষণের মধ্যেই লবণ সম্পূর্ণ তেল শুষে নেবে। এরপর দেয়ালে ভিনিগার স্প্রে করে নিতে হবে। তারপর কাপড় দিয়ে মুছে নিলেই সমস্যার সমাধান নিমেষে!

এ সম্পর্কিত আরও পড়ুন রান্নাঘরের | টাইলসে | নাছোড়বান্দা | তেল | চিটচিটে | দাগ