আর্কাইভ থেকে করোনা ভাইরাস

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে একশ ৯৬ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে একশ ৯৬ জনের করোনা শনাক্ত

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে একশ ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় চলছে দ্বিতীয় দফায় লকডাউন।  এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কারণ ছাড়া অনেক জনকে ঘরের বাইরে ঘুরা-ফেরা করতে দেখা গেছে।

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘন্টায়, করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের দুইজন, রাজশাহী ও নওগাঁর একজন। কক্সবাজারের টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে লকডাউনের মেয়াদ বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। উখিয়ার রাজাপালং ইউনিয়নের চারটি ওয়ার্ডকে রেডজোন ঘোষনা করা হয়েছে।

সীমান্তবর্তী চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সংক্রমণ বাড়তে থাকায় আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের হিলিতে ভারতীয় ট্রাকচালক ও সহকারীরা অবাধে চলাচল করায় করোনার সংক্রমণ বাড়ছে। গোপালগঞ্জ সদরের তিনটি এলাকায় লকডাউন চলছে। বাগেরহাটের মোংলায় চতুর্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন। করোনার সংক্রমণ বাড়ছে যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে। খুলনার খালিশপুর, সোনাডাঙ্গা, সদর ও রূপসায় সামাজিক দুরত্ব রক্ষা করে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে | নতুন | করে | একশ | ৯৬ | জনের | করোনা | শনাক্ত