আর্কাইভ থেকে জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুন) ১১ টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা। এতে সরকারি সাত কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

শিক্ষার্থীরা জানান, সাত কলেজের অসংখ্য শিক্ষার্থী ক্যাম্পাসের হলে থেকে পড়াশোনা করে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হলও বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকেই এখন বাড়িতে অবস্থান করছে। এখন যদি এসব শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়া হয় তবে ঢাকায় এসে মেস ভাড়া করে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে। অনেক দরিদ্র শিক্ষার্থীর পক্ষেই এটি সম্ভব নয়। তাই সরাসরি পরীক্ষা নেয়া শুরু হলে অবশ্যই কলেজের হল খুলে দিতে হবে। না হলে শিক্ষার্থীরা প্রচণ্ড বিপাকে পড়বে।

এর আগে গেল মঙ্গলবার নীলক্ষেতে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও বৈরী আবহাওয়ায় সেটি স্থগিত করে তারা। শিক্ষার্থীরা বলেন, ‘দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। না হলে কঠোর আন্দোলন করা হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠান | খোলার | দাবিতে | নীলক্ষেত | মোড়ে | শিক্ষার্থীরা