আর্কাইভ থেকে আইন-বিচার

সুপ্রিম কোর্টে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চালু রাখতে লিগ্যাল নোটিশ

সুপ্রিম কোর্টে নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চালু রাখতে লিগ্যাল নোটিশ
বেশ কিছুদিন ধরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসরকারি মোবাইলে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। আর তাই মোবাইল ফোন অপারেটরের নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক চালু রাখার নির্দেশনা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব। বুধবার (২৬ অক্টোবর) ‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে তিনি এ নোটিশ পাঠিয়েছেন। হুমায়ূন কবির পল্লব গণমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও সংবাদকর্মী সবাই আসেন। কিন্তু তারা জরুরি মুহূর্তে প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ পরিস্থিতি চলতে পারে না। তাই তিনি নোটিশ পাঠিয়েছি। এবং আশা করছেন- নোটিশের জবাব পাবেন এবং নেটওয়ার্ক সমস্যা সমাধান হবে। তিনি বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ চালু করা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বিটিআরসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। উল্লেখ্য, বেশ কিছুদিন হলো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, বাংলা লিংক ও রবিসহ সব ধরনের মোবাইলে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সুপ্রিম | কোর্টে | নিরবিচ্ছিন্ন | মোবাইল | নেটওয়ার্ক | চালু | রাখতে | লিগ্যাল | নোটিশ