আর্কাইভ থেকে বাংলাদেশ

মারা গেছেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ

মারা গেছেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ
মারা গেছেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি। কয়েক দশক ধরে গোসল না করার কারণে ইরান তো বটেই গোটা বিশ্ব তাকে চিনত ‘পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ’ হিসেবে। গোসল করার মাত্র এক মাসের মাথায় মৃত্যু হলো তার। গেলো রোববার (২৩ অক্টোবর) ৯৪ বছর বয়সে মৃত্যু হয়েছে আমৌ হাজি নামের সেই ইরানি বৃদ্ধের। (সূত্র: বিবিসি) ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমৌ হাজি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সাবান এবং পানি ব্যবহার না করতেন না। ভয় পেতেন পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হয়ে যাবেন তিনি। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসের একটি গ্রাম দেজঘায় বসবাস করতেন আমু। একটি চালা ঘরে থাকতেন সব সময়। একাই থাকতেন কারণ গ্রামবাসী যদি তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয় এই ভয়ে। তার গ্রামের লোকজন তাকে কয়েকবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি হন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার মারা গেছেন তিনি। ২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার প্রিয় খাবার সজারু। শুধু তাই নয় তার পছন্দের খাবারের মধ্যে ছিল পচা মাংসও। সে সময়ে বলেছিলেন, ছোট বয়সে ‘মানসিক বিপর্যয়’র কারণেই তার এধরনের অস্বাভাবিক পছন্দগুলো তৈরি হয়েছে। বছরের পর বছর গোসল না করায় তার ত্বকেও পরিবর্তন আসে, পুঁজের আস্তরণ তৈরি হয় আমুর চামড়ায়। আমু হাজির ধূমপানের একটি ছবি রয়েছে যেখানে তাকে একবারে একাধিক সিগারেট টানতে দেখা যায়। গোসল করার জন্য চাপ দেয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বলা হলে আমু হাজির মন খারাপ হয়ে যেত।

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | গেছেন | বিশ্বের | সবচেয়ে | নোংরা | মানুষ