আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯

করোনায় রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯

করোনারভাইরাসের সংক্রমণ বেড়ে বিপর্যস্ত রাজশাহী। সংক্রমণ ঠেকাতে সেখানে দেয়া হয়েছে জরুরী ভিত্তিতে লকডাউন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় আরও ৯ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) হাসপাতালের আইসিইউ ও করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এর আগে বুধবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৯ জন ও নাটোর, জয়পুরহাট ও পাবনার একজন করে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১১ জন।

গত ১০ দিনে এখানে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন মারা গেছেন। এই ১০ দিনে বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুর হার সবচেয়ে বেশি বলে জানান হাসপাতাল প্রধান।

বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৪২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জের ১৯৬ জন। এছাড়াও রাজশাহীর ১২৩ জন, নওগাঁর ১৫, নাটোরের ২৩, জয়পুরহাটের ১৪, বগুড়ার ১৭, সিরাজগঞ্জের ১৪ ও পাবনার ২৫ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | রাজশাহী | মেডিকেলে | ২৪ | ঘণ্টায় | মৃত্যু | ৯