আর্কাইভ থেকে ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

আজ আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে আবারও বিশ্বকাপ বাছাই অভিযানে ফিরবে বাংলাদেশ দল। 'ই' গ্রুপের তলানিতে লাল সবুজ। শক্তিশালী প্রতিপক্ষের সাথে অন্তত ১ পয়েন্ট চায় দল। যদিও প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে, আছে ফিনিশারের ঘাটতি।
 
ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে খেলতে হবে কাতারের গরম আবহাওয়ায়। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

কাতারে ম্যাচ খেলার অপেক্ষা। অথচ বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশে। এই সফরকে ঘিরে কম নাটকীয়তা হয়নি। তারপরও মধ্যপ্রাচ্যে উজ্জীবিত ফুটবলাররা।
 
প্রতিপক্ষ চেনা। শক্তিশালী কাতারের বিপক্ষে তাদের মাঠের তিক্ত অভিজ্ঞতা, তার আগে আশা জাগানিয়া পারফরম্যান্স ভারতের বিপক্ষে। যা এখন পর্যন্ত সেরা।

কিন্তু বদলে যাওয়া পৃথিবীতে কতটুকু বদলেছে বাংলাদেশ? পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে, সাথে ফিনিশিং এর দুচিন্তা আরও ভারী করেছে করোনা আক্রান্ত আর ফরোয়ার্ডদের ইনজুরি।

আফগানদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলের হার আত্নবিশ্বাস যোগালেও ইতিহাস বলছে ভিন্ন কথা। ৪২ বছর দেশটির বিপক্ষে জয় নেই জামাল ভূঁইয়াদের। তারপরও শেষ সাত দিনের প্রস্তুতিতে আত্নবিশ্বাসী জেমি ডে।

জেমি ডে বলেন, গুরুত্বপূর্ন ম্যাচ সামনে, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে শেষ সপ্তাহে সেরা প্রস্তুতির জন্য। আফগানিস্তান অনেক কঠিন প্রতিপক্ষ, তাদের বেশ কিছু ফুটবলার ইউরোপে খেলে। তাদের বিপক্ষে লড়াই করতে ছেলেদের সেরাটাই দিতে হবে। আমরা পয়েন্ট নিয়ে ফিরতে চাই।

কোচের মত অধিনায়কও জানেন আফগানরা প্রতিপক্ষ হিসেবে কতটুকু কঠিন। শারিরীক ভাবে পিছিয়ে থাকলেও কৌশলে এগিয়ে রাখছেন নিজেদের।

ঐতিহ্যবাহী আবাহনী জার্সিতে খেলা মাসি সাইঘানিকে দুই বছর পর জাতীয় দলে ডেকেছেন আফগান কোচ। তবে সেটা ভাবাচ্ছে না কোচকে। এই তিন ম্যাচে নতুন কৌশল প্রয়োগের পরিকল্পনা তার। ফরমেশন বদলে প্রতিপক্ষ বধের গল্প লিখছেন ইংলিশ ম্যান। তাতে মধ্যমাঠের দ্বায়িত্বটা বেশি। তা কতটুকু রপ্ত করতে পেরেছেন মিডফিল্ডাররা?

জটিলতায় ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তাই বড় ম্যাচের আগে শিষ্যদের চাঙ্গা রাখতে মাঠের অনুশীলনের আগে সকালে সুমিংপুলে হয়েছে রিকোভারি সেশন। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | বাছাইপর্বে | বাংলাদেশের | প্রতিপক্ষ | আফগানিস্তান