আর্কাইভ থেকে ফুটবল

বাছাই পর্বের আগে আক্রমণভাগ নিয়ে চিন্তিত বাংলাদেশ

বাছাই পর্বের আগে আক্রমণভাগ নিয়ে চিন্তিত বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ কাতারের সাথে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে বাধার দেয়াল হয়েছিলেন আনিসুর রহমান জিকো। আবারও পরীক্ষার অপেক্ষায় লাল সবুজ গোলরক্ষক।
 
তবে, মূল প্রশ্ন হচ্ছে আক্রমণভাগ কি পারবে ফিনিশিং দুর্বলতা কাটাতে? আফগানিস্তান ম্যাচ নিয়ে ফুটবলাররা কি ভাবছেন?

অনেক সীমাবদ্ধতা, নানা প্রশ্ন আর বাধাকে টপকে বিশ্বকাপ বাছাই অভিযান শুরুর অপেক্ষায় বাংলাদেশ। তিন বিগ ম্যাচের আগে মানসিকভাবে কতটুকু চাঙ্গা লাল-সবুজের সেনানীরা?
 
বাছাই পর্বের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে একাই প্রতিরোধের দেয়াল হয়ে লড়েছিলেন আনিসুর রহমান জিকো। সেই অভিজ্ঞতায় এবারও জ্বলে ওঠার অপেক্ষায় নাম্বার ওয়ান গোলরক্ষক। প্রতিপক্ষ যখন কাছাকাছি শক্তির ভারত, আফগানিস্তান আর এগিয়ে থাকা ওমান তখন লাল-সবুজের অতন্দ্রপ্রহরীর ভাবনায় কি?

টিম বাংলাদেশের চিরায়ত সমস্যা, ফিনিশিং! দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে ইনজুরিতে নিয়মিত ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন আর করোনা আক্রান্ত হয়ে মাহবুবুর রহমান সুফিলের ছিটকে যাওয়ায়। দায়িত্ব বেড়েছে ফরোয়ার্ড সুমন রেজার। আক্রমণভাগে ঘাটতি থাকলেও রক্ষণে তারুন্য নির্ভরতা জেমি ডের দলে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন বাছাই | পর্বের | আগে | আক্রমণভাগ | নিয়ে | চিন্তিত | বাংলাদেশ