ট্রয়েসের বিপক্ষে শনিবার লিগ ওয়ানে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। ম্যাচে লিওনের মেসি এক গোল করার পাশাপাশি যোগান দিয়েছেন আরেকটির। এই জয়ে লিগ ওয়ান টেবিলে পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রাখলো প্যারিসের জায়ান্টরা।
এর আগে শুক্রবার তুলসকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল লেন্স। আর সে কারণেই পার্ক ডি প্রিন্সেসে কালকের জয়টা পিএসজির জন্য জরুরি ছিল। উজ্জীবিক ট্রয়েসও অবশ্য ছেড়ে কথা বলেনি। দুইবার এগিয়ে থেকেও অবশ্য তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে ব্যর্থ হয়েছে টেবিলের মাঝামাঝিতে থাকা দলটি।
ইতোমধ্যেই এবারের মৌসুমে পিএসজির আক্রমনভাগের তিন কান্ডারি মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের মধ্যে ৪৩ গোল ভাগ করে নিয়েছেন। কালও এই তিনজনই স্কোরশিটে নাম লিখিয়েছেন।
প্যারিসে তিন মিনিটের মধ্যে রনি লোপেসের এ্যাসিস্টে মামা বালডের দারুন ভলিতে পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা পরাস্ত হলে এগিয়ে যায় সফরকারী ট্রয়েস। ২৪ মিনিটেই অবশ্য সমতা ফেরায় পিএসজি। নেইমারের দারুন পাসে মিডফিল্ডার কার্লোস সোলার গোল করে সমতা ফেরান। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। মেসির একটি দারুন হেড কোনমতে রক্ষা করেন ট্রয়েস গোলরক্ষক গথিয়ার গ্যারন।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো স্বাগতিক দর্শকদের হতবাক করেন দেন গিনির ফরোয়ার্ড বালডে। তার লো স্ট্রাইকে ৫২ মিনিটে আবারো এগিয়ে যায় ট্রয়েস। যদিও এই লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। মেসির দুর্দান্ত গোলে তিন মিনিটের মধ্যেই আবারো সমতায় ফিরে পিএসজি।
৬২ মিনিটে প্রথমবারের মত ম্যাচের এগিয়ে যায় পিএসজি। মেসির নিখুঁত পাসে ট্রয়েস রক্ষনভাগকে ফাঁকি দিয়ে নেইমার গোলরক্ষক সগ্যালনকে পরাস্ত করেন। কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন এমবাপ্পে। কিন্তু পোস্টের খুব কাছে থেকে তার শটটি সহজেই তালুবন্দী করেন গ্যালন। মধ্যমাঠ থেকে দারুন এক ফ্লিকে তাকে বল যোগান দিয়েছিলেন নেইমার। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে স্পট কিক থেকে অবশ্য আর কোন ভুল করেননি ফরাসি স্ট্রাইকার। ৮৮ মিনিটে আন্তে পালাভারসা ট্রয়েসের হয়ে এক গোল পরিশোধ করলেও তা শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।
চ্যাম্পিয়ন্স লিগের আরো এক দল মার্সেই কাল দুই গোলে এগিয়ে থেকেও এ্যাওয়ে ম্যাচে স্টার্সবার্গের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। প্রথমার্ধে বাম্বা দিয়েং ও ইসা কাবোরের গোলে ২-০ লিড নিয়ে বিরতিতে গিয়েছিল মার্সেই। ৭৬ মিনিটে দক্ষিন আফ্রিকান ফরোয়ার্ড লেবো মোথিবার গোলে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়া স্টার্সবার্গ। তারই ধারাবাহিকতায় স্টপেজ টাইমে কেভিন গামেইরো স্বাগতিকদের হয়ে সমতা ফেরান। এই ড্রয়ে পঞ্চম স্থানে থাকা মার্সেই পিএসজির থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম। এই ম্যাচের ফলাফলের উপর তাদের নক আউট পর্বের ভাগ্য নির্ভর করছে।