কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির শীর্ষ দুই পদে প্রার্থী হয়েছে অর্ধশতাধিক ছাত্রলীগ নেতা। দীর্ঘ সাড়ে পাচঁ বছর পর সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী নেতাকর্মীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় নিদের্শনায় জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমন। এদিকে নতুন কমিটির নেতৃত্বে আসতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। কুবি ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারে এমন একাধিক নেতার নাম ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে।
ছাত্রলীগের এই ইউনিটের কমিটিতে শিক্ষার্থীবান্ধব, ক্লিন ইমেজ, সৎ, যোগ্য নেতৃত্ব আসুক এমনটাই চাওয়া সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগ নেতাকর্মীদের। তবে যদি অযোগ্য কাউকে শীর্ষ পদে বসালে সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে জড়িত হবে বলে মনে করেন তারা। তবে সবকিছু ছাপিয়ে কুবি শাখা ছাত্রলীগের নতুন নেতৃত্বে কারা আসছেন, সেদিকেই তাকিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাবেক সাধারণ সম্পাদক (২০১৫ সালে গঠিত কমিটি) রেজা-ই-এলাহী সমর্থিত দুইটি গ্রুপ আলাদা আলাদা স্থানে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে। সেখানে বর্তমান কমিটির সহ-সভাপতি হাসান বিদ্যুৎ, রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো. সায়েম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব, সাংগঠনিক সম্পাদক তারারাতবীর হোসেন পাপন মিয়াজী। তারা সবাই ইলিয়াসের অনুসারী বলে পরিচিত। এছাড়া সভাপতি পদে রেজা-ই-এলাহী, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুমিন শুভ, কুবি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ইকবাল খান আলোচনায় রয়েছেন। তারা সবাই সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর অনুসারী বলে পরিচিত।