আর্কাইভ থেকে করোনা ভাইরাস

রুশ টিকা স্পুটনিক ভি তৈরির অনুমোদন পেল ভারতের সিরাম

রুশ টিকা স্পুটনিক ভি তৈরির অনুমোদন পেল ভারতের সিরাম

রাশিয়ার করোনার টিকা স্পুটনিক ভি তৈরির জন্য সিরাম ইনস্টিটিউটকে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে স্পুটনিক ভ্যাকসিন পরীক্ষা ও উৎপাদন করতে পারবে সেরাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চারটি শর্তের ভিত্তিতে সিরামকে রুশ টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে সংস্থাটি। রাশিয়ার গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে যৌথভাবে টিকাটি তৈরি করবে সিরাম।

তবে, এখনই এই টিকা বিক্রি করতে পারবে না ভারত। পুণের কারখানায় টিকাটির পরীক্ষা, বিশ্লেষণের পরই উৎপাদনে যাবে আদর পুনাওয়ালার সেরাম।

সেরামের মুখপাত্র জানিয়েছেন, স্পুটনিক ভি তৈরির জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছেন তারা। তবে বাণিজ্যিক উৎপাদনের জন্য অনেক মাস লাগবে। এই সময়ের মধ্যে কোভিশিল্ড ও কোভোভ্যাক্সই তাদের অগ্রাধিকার।

বৃহস্পতিবার স্পুটনিক ভি তৈরির জন্য ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে সিরাম। এরপর ৪টি শর্তসাপেক্ষে টিকা উৎপাদনের অনুমতি পেল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। এখন গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সঙ্গে সেল ব্যাংক ও ভাইরাস স্টক এবং প্রযুক্তি হস্তান্তরের চুক্তিপত্র জমা দিতে হবে। সেল ব্যাংক ও ভাইরাস স্টকের আমদানি ছাড়পত্রও দেখাতে হবে সেরামকে।

এর আগে, অননুমোদিত একটি করোনা টিকার ৩০ কোটি ডোজ কেনার চুক্তি করে করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত। ভারতীয় বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োলজিক্যাল ই এর তৈরি ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। ট্রায়ালের প্রথম দুই ধাপে আশানুরুপ সাফল্য দেখিয়েছে ভ্যাকসিনটি। ২০ কোটি ৬০ লাখ ডলারের ক্রয়াদেশের মাধ্যমে এবারই প্রথম একটি টিকা কিনতে যাচ্ছে ভারত, যা এখনো জরুরি অনুমোদন পায়নি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন রুশ | টিকা | স্পুটনিক | ভি | তৈরির | অনুমোদন | পেল | ভারতের | সিরাম