টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন থেকেই নানা অঘটন দেখা গেছে। অনেক শক্তিশালী দল অপেক্ষকৃত দুর্বল দলের কাছে হেরেছে। বিশ্বকাপের প্রথম দিনই অঘটনের জন্ম দেয় নামিবিয়া। প্রথম রাউন্ড এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫৫ রানে হারায় নামিবিয়া।
সুপার টুয়েলভেও একটি রূপ দেখা গেছে।
সুপার টুয়েলভে গ্রুপ পর্বের শেষ দিনেও ছিলো চমক। অ্যাডিলেড ওভালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিরো দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত ছিলো তাদের। ডাচদের হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করবে বলেই ধারনা করা হচ্ছিল। সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দেয় ডাচরা। আরও একবার হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
প্রোটিয়াদের বিপক্ষে ডাচদের জয়ে জিম্বাবুয়ের সাথে গ্রুপের শেষ ম্যাচে আগে সেমির টিকিট পায় ভারত।
গ্রুপ-১এ সমান ৭ করে পয়েন্ট ছিলো নিউজিল্যান্ড- ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। নেট রান রেটের পিছিয়ে থাকার কারনে সুপার টুয়েলভ থেকেই বিশ^কাপ মিশন শেষ করতে হয় স্বাগতিক অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখলে নেয় ব্ল্যাক ক্যাপসরা।
নিউজিল্যান্ডের পর শ্রীলংকার বিপক্ষে দুই বল বাকি থাকতে চার উইকেটের জয়ে সেমিতে উঠে ইংলিশরা।
বুধবার (৯ অক্টোবর) সিডনির মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গত বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে হারায় ভারত। শেষ ম্যাচের জয়ে চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে টপকে গ্রুপ-২এর শীর্ষ স্থান নিশ্চিত করে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (১০ অক্টোবর) অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে জস বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।